1. admin@nagoriknewsbd.com : admin :
  2. admin@hasibitsolution.com : Hasib :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  4. user@nagoriknewsbd.com : user :
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫২ পূর্বাহ্ন

আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

মাজেদ আলী
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

শেষ ওভারের ওই নাটকীয়তাকে টি-টোয়েন্টি খেলারই গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করেন সাকিব আল হাসান।

শেষ ওভারে প্রয়োজন ৬ রান। প্রথম বলেই চার মারলেন মেহেদী হাসান মিরাজ। পাঁচ বলে ২ রানে নেমে এলো সমীকরণ। এরপরই হঠাৎ নাটকীয়তা। হ্যাটট্রিক করে বসলেন করিম জানাত। উত্তেজনা ফিরল ম্যাচে। খারাপ কিছুর শঙ্কায় মাঠের পরিপূর্ণ গ্যালারি তখন ধারণ করে নীরবতা। তবে ওই পরিস্থিতিতেও শেষ দিকের ব্যাটসম্যানদের ওপর বিশ্বাস ছিল সাকিব আল হাসানের।

শুরুর ব্যাটসম্যানদের ব্যর্থতার পর দারুণ জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যাওয়ার কৃতিত্ব তাওহিদ হৃদয় ও শামীম হোসেনের। ৫৯ বলে ৯১ রান প্রয়োজনের সময় জোট বেধে দুজন মিলে স্রেফ ৪৩ বলে যোগ করেন ৭৩ রান। এরপর শামীম ফিরে গেলেও শেষ পর্যন্ত থেকে যান হৃদয়।

কিন্তু শেষ ওভারে অপরপ্রান্তে দাঁড়িয়ে ব্যাটসম্যানদের আত্মাহুতি চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না হৃদয়ের। চার মারার পরের বলে পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দেন মিরাজ। প্রায় ওয়াইড লাইনের বল দূর থেকে তাড়া করতে গিয়ে কট বিহাইন্ড হন তাসকিন আহমেদ।

মিরাজের মতোই পুল করার চেষ্টা করেন নাসুম আহমেদ। ফাইন লেগে ক্যাচ দিয়ে তিনি ফেরেন ড্রেসিং রুমে। পুরো মাঠের পাশাপাশি বাংলাদেশের ডাগআউটেও তখন রাজ্যের নিস্তব্ধতা। শেষ পর্যন্ত ওভারের পঞ্চম বলে শরিফুল ইসলামের বাউন্ডারিতে যেন নেমে যায় বুকের বোঝা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণ মঞ্চে বাংলাদেশ অধিনায়কও মেনে নেন শেষ ওভারের ওই নাটকীয়তাও শঙ্কা জেগেছিল তাদের মাঝেও।

“হ্যাঁ (কিছুটা নার্ভাসনেস কাজ করেছে)! তবে আমাদের মধ্যে বিশ্বাস ছিল। আমাদের শেষের দিকের ব্যাটসম্যানরা সবাই ব্যাটিং করতে পারে। আজকে শরিফুলের সুযোগ ছিল ম্যাচ শেষ করার।”

শরিফুল শেষ করে আসতে পারায় খুশি হলেও, মিরাজের দায়িত্বহীন শটে কিছুটা আক্ষেপ ঝরে সাকিবের কণ্ঠে, ‘তবে আমি চাইছিলাম, মিরাজের সামনে যখন সুযোগ ছিল, সে-ই ম্যাচটি শেষ করে আসতে পারত।’

এ সময় শেষ ওভারের নাটকীয়তাকে টি-টোয়েন্টি খেলার অবিচ্ছেদ্য এক অংশ হিসেবে মন্তব্য করেন সাকিব।

“ফানি (হাসি)! তবে এভাবেই টি-টোয়েন্টি ম্যাচ এগোয়। এসবের কারণেই দর্শকদের জন্য টি-টোয়েন্টি ম্যাচ দেখা আরও রোমাঞ্চকর হয়। শেষ পর্যন্ত জয়ী দলে থাকতে পেরে খুশি।”♦

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD