সীতাকুণ্ড থানার অভিযানে পাঁচশত পিচ ইয়াবা সহ মোঃ নাজের ও ডলি নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৩ জুন শনিবার চট্টগ্রামের ফরিদা পাড়ার বাসিন্দা সেকান্দরের পুত্র মোঃ নাজের ও নুর আহমদের মেয়ে ডলি প্রকাশ লিলিকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় সম্পৃক্ত নাজের ছিল সম্পূর্ণ ধরা ছোঁয়ার বাইরে।
বছরের পর বছর কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসা নাজের এর সহযোগী হিসেবে তার ছোট ভাই মিজান, জুয়াড়ী মাসুদের নামসহ উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। পুলিশ জানায়, নাজেরের বিরুদ্ধে ইয়াবা, মদ, গাজাসহ বিভিন্ন মাদক চোরাচালান ও বিক্রির মামলা রয়েছে। আর এ কাজে তার বিশ্বস্ত সহযোগী হিসেবে ছিল তার ভাই মিজান ও মাসুদ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, মাদকদ্রব্য আইনে দায়েরকৃত মামলায় নাজের ও ডলি (লিলি)-কে কারাগারে পাঠানো হয়েছে।