1. admin@nagoriknewsbd.com : admin :
  2. admin@hasibitsolution.com : Hasib :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  4. user@nagoriknewsbd.com : user :
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৮ পূর্বাহ্ন

আইআইইসিতে আলোকচিত্র প্রদর্শনী

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৪৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ফটোগ্রাফি সোসাইটি  (আইআইইউসিপিএস) ্য়ঁড়ঃ;সি দ্য আনসিন ২.০্য়ঁড়ঃ; শিরোনামে প্রথমবারের মত জাতীয় আলোকচিত্র প্রদর্শনীর  আয়োজন । ১৭ মে ২০২৩ বুধবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর কেন্দ্রীয় খেলার মাঠে  এই আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় । এতে ৭৫টিরও বেশি ছবি প্রদর্শিত হয়েছে, প্রদর্শনীটি সারা  বাংলাদেশ থেকে একটি অভূতপূর্ব সাড়া পেয়েছিল এবং ৪০০ জনেরও বেশি অংশগ্রহণকারী ১৫০০ টিরও  বেশি ছবি জমা দিয়েছিল। প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলামী  বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। প্রধান অতিথির  বক্তব্যে তিনি বলেন, আমি  আইআইইউসিপিএসকে ধন্যবাদ জানাচ্ছি, আইআইইউসিতে একটি  এরকম সুন্দর এক্সিবিশনের আয়োজন করার জন্যে। এখানে প্রত্যেকটি ছবি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আর অর্থ বহন কর। যা সকলের জীবনবোধকে সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত  সদস্য ও ফিমেল একাডেমি জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে  তিনি বলেন, ছবিগুলোতে মানুষের জীবনের বৈচিত্রতা, বিভিন্ন অনুভূতির প্রকাশ হয়েছে। আমি ধন্যবাদ জানাই আইআইইউসিপিএসকে এ ধরনের আয়োজনের জন্য, ভবিষ্যতে তারা যেন আরো সুন্দর করে এবং আন্তর্জাতিকভাবে এই ধরনের প্রদর্শনীর আয়োজন করতে পারে এই কামনা করি।
দুইজন বিশিষ্ট বিচারক অত্যন্ত সতর্কতার সঙ্গে ক্যামেরা বিভাগ থেকে ৫৬টি এবং মোবাইল বিভাগ থেকে ৫৪টি ছবি নির্বাচন করেছেন। রেজিষ্ট্রেশনের পর সর্বমোট প্রদর্শিত হয় ৭৫ টি ছবি।যেখানে ল্যান্ডস্কেপ, প্রতিকৃতি, স্ট্রিট এবং ওয়াইল্ড-লাইফ ফোটোগ্রাফি সহ বিভিন্ন ক্যাটাগরির ছবি প্রদর্শন করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন আইআইইউসির রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান  কায়সার, প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন সহ শিক্ষক, কর্মকর্তাবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD