হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জেলা রেড ক্রিসেন্ট মাঠ প্রাঙ্গণে থেকে দিনব্যাপী কার্যক্রমের শুভ আরম্ভ হয়। দিবসের তাৎপর্যকে তুলে ধরে আলোচনা সভা ও শিশুদের মাঝে খাদ্য বিতরণ, কেক কাটার মাধ্যমে কার্যক্রম শুরু হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ও জেলা পরিষদ এর চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম । জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোঃ আসলাম খান, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন রুমেল, মোঃ ইসমাইল হক চৌধুরী, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের পরিচালক কে এফ রহমান, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান গাজী মোঃ ইফতেকার হোসেন ইমু, হাসাপাতালের সিএমও রোজী দত্ত বিশ্বাস ।