1. admin@nagoriknewsbd.com : admin :
  2. admin@hasibitsolution.com : Hasib :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  4. user@nagoriknewsbd.com : user :
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:০১ পূর্বাহ্ন

ব্যাটিং ব্যর্থতার দিনে বাংলাদেশের ২০৯

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে

 তামিম ইকবাল ভালো শুরু করেও টিকতে পারলেন না বেশিক্ষণ; লিটন দাসও ফিরে গেলেন অল্প রানে। ব্যাট হাতে কেবল লড়েছেন নাজমুল হোসাইন শান্ত।

তিনি ফিফটি পার করলেও পারলেন না মাহমুদউল্লাহ। ব্যাটিং ব্যর্থতার দিনে তাই শেষ পর্যন্ত অল্প রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম ইকবাল। আগে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ২০৯ রান করেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।

লিটন দাসের আউট দিয়েই শুরু হয় বাংলাদেশের ইনিংসের পতন। ৭ রানে এই ওপেনার বিদায় নেওয়ার পর তামিম উইকেট হারান ২৩ রান করে। শান্ত একপাশ আগলে রাখলেও অপরপ্রান্তে মুশফিকুর রহিম ১৬ ও সাকিব আল হাসান বিদায় নেন ৮ রান করে। এরপর মাহমুদউল্লাহ এসে সঙ্গ দেন শান্তকে।

থিতু হওয়া শান্ত ফিফটির দেখা পান ৬৭ বলে। মাহমুদউল্লাহর সঙ্গে তার জুটিও পঞ্চাশ ছাড়ায়। এরপর ইংল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন আদিল রশিদ। শান্ত বিদায় নেন ৬টি চারে ৫৮ রান করে। মাহমুদউল্লাহও আর টিকতে পারেননি বেশিক্ষণ। ৩১ রানে উইকেট হারান তিনি।

শেষে আফিফ হোসাইন ৯, মেহেদি হাসান মিরাজ ৭ রানে বিদায় নিলেও দলকে দুইশ পার করতে অবদান রাখেন তাসকিন আহমেদ। ১৮ বলে ১৪ রানের ইনিংস খেলে তিনি উইকেট হারান। তাইজুল ইসলাম অপরাজিত থাকেন ১০ রান করে।

ইংলিশদের হয়ে কেবল ক্রিস ওকস ও উইল জ্যাকস একটি করে উইকেট শিকার করেন। বাকি চার বোলার জোফরা আর্চার, মার্ক উড, মঈন আলী ও আদিল রশিদ পান জোড়া উইকেট।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD