খেলার ডেস্ক: এমআরটি ক্লাবের সহযোগিতায় SPONSORED By:-MRT SPORTING Club. অদ্য ২০ নভেম্বর সিটিসি পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত প্রজেক্ট ফেয়ারওয়েল ও ফুটবল টুর্নামেন্ট-২০২৩ ইং(সিভিল ডিপার্টমেন্টে) “জার্সি বিতরণ ও উন্মোচন” নগরীর চান্দগাঁও আবাসিক বি-ব্লক বালির মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার। বিশেষ অতিথি ছিলেন এমআরটি ক্লাব’র সভাপতি রাইহান ইসমাইল, সাধারণ সম্পাদক এহতেশামুল হক মাহবুব, সহ সভাপতি মাহমুদুল হক, সিভিল ডিপার্টমেন্টে’র ক্যাপ্টেন খালিদ উদ্দিন রাফি, মুহাম্মদ নয়ন, নাজমুল ইসলাম, মোহাম্মদ তাওহিদ, আলী ফাহাদ, মোহাম্মদ সিফাত, মোহাম্মদ সানজিদ, সায়েদ আশরাফুল, মোহাম্মদ জাকারিয়া, সইমং প্রো মারমা, এমআরটি ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য আবিদ মাহমুদ সহ প্রমুখঃ-