স্পোর্টস ডেস্ক:আজ ১০/১১/২০২৩ ইং শুক্রবার বিকালে ৩.৩০ মিনিটে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় এমআরটি ক্লাবের অফিস প্রাঙ্গনে MRT SPORTING CLUB এর শুভ উদ্বোধন ও জার্সি উন্মোচন ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাইহান ইসমাইল সভাপতি, এমআরটি ক্লাব। বিশেষ অতিথি এহতেশামুল হক মাহবুব সাধারণ সম্পাদক, এমআরটি ক্লাব। ক্রীড়া সম্পাদক রিয়াদ ইসমাইল আশিক এমআরটি ক্লাব।এমআরটি ক্লাবের কার্যনির্বাহী সদস্য আবিদ মাহমুদ সহ এমআরটি স্পোটিং ক্লাবের ক্যাপ্টেন ইহসান উদ্দিন (ইফতি), খেলোয়ার ইফতেখার উদ্দিন (রাফি), রাইয়ান উদ্দিন , জুবাইয়ের উদ্দিন (সুহান), ইখতিয়ার হুসাইন (জামিদ), ফারদিন আলী ( আসিফ) সহ প্রমুখ।