বঙ্গবন্ধ টানেল নিয়ে গান গেয়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন পুলিশ পরিদর্শক মোজাহেদ হাসান
Reporter Name
-
প্রকাশের সময় :
শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
-
৩৩
বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক: পুলিশ পরিদর্শক মোজাহেদ হাসান টানেল নিয়ে গান গেয়ে ইতিমধ্যে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে না নিতেই রেলে করে প্রিয়জনদের নিয়ে কক্সবাজারে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে আবারো নিজের লেখা ও সুরে আঞ্চলিক ভাষায় নিজেই গাইলেন ” রেলত চরি বুডুর গরি- হাসসোবাজার বেড়ায় যনা” শিরোনামের একটি আঞ্চলিক গান- গানটি ইতিমধ্যে mojo melody ইউটিউব চ্যানেলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। mojo melody ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে মোজাহেদ হাসানের নিজের লেখা ও সুরে তাহার নিজেরই গাওয়া ৫০ এর অধিক গান অবমুক্ত হয়েছে। মোজাহেদ হাসানের সাথে কথা বলে জানা যায় সুরের প্রতি অনুরাগ থেকেই তিনি রাষ্ট্রের একটু গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্বশীল অবস্থানে থেকেও সুর আর স্বরকে খুব স্বযতনেই আগলে রেখেছেন।অপরুপ সৌন্দর্যের লীলাভূমি দ্বীপকন্যা খ্যাত কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া গ্রামে মোজাহেদ হাসানের জন্ম। তিনি সমাজ বিজ্ঞানে অনার্স মাস্টার্স শেষ করে পুলিশ বাহিনীতে ২০১০ সালে বহিরাগত ক্যাডেট এস আই হিসেবে যোগদান করলেও ২০১৮ সালে পুলিশ ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি লাভ করে এখন সিএমপি হালিশহর থানার ওসি (তদন্ত) হিসেবে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাহার পিতা কুতুবদিয়ার বড়ঘোপ আওয়ামীলিগের আমৃত্যু সভপতি ছিলেন। তার সুরের হাতে খড়ি প্রয়াত সিরাজুল ইসলাম মধুর কাছে হলেও পরবর্তীতে খালেদ চৌধুরী, সোহরাব খান, ওস্তাদ শ্রী সুরবন্ধু অশোক চৌধুরী সর্বশেষ শুদ্ধ সুরের জীবন্ত কিংবদন্তি ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কাছে তালিম নেন। তিনি কৃতজ্ঞতা চিত্তে সবার উদ্দেশ্যে বলেন ” শুদ্ধ সুর ও প্রমিত স্বরের সাথে থাকি – নিজেদের পরিবেশ মিলেমিশে সুন্দর রাখি”
সংবাদ টি শেয়ার করুন
এ বিভাগের আরো সংবাদ