নাগরিক নিউজ ডেস্ক:চট্টগ্রামের বায়েজিদ থানা রহমান নগর মাইজ পাড়া ২নং রোড় মসজিদ গলির ওকিল কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানার ওকিল কলোনিতে এ ঘটনা ঘটে। কেউ হতাহত হয়নি তবে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এতে বাচ্চু, ফারুক ও সালাউদ্দিনের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের আগুনে বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান,ওকিল কলোনিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। খবর পেয়ে আগ্রাবাদ, বায়েজিদের দুইটি ইউনিট একযোগে কাজ করে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কলোনির বসতঘরে লাগা আগুন দ্রুত পাশের লাঘোয়া ঘর গুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ওই কলোনির ৩টি বসতঘরের ১০টি কক্ষ সম্পুর্ন পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনার পার্শ্ববর্তী স্থানীয় বাসিন্দা মোঃ রাব্বি ও মোহাম্মদ রাকিব নাগরিক নিউজ কে জানান, যাদের ঘর পুড়ে গেছে তারা গরীব এবং খেটে খাওয়া অসহায়। বেশির ভাগ লোকজন ঘর থেকে কিছুই বের করতে পারেনি।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম আগ্রাবাদের সহকারী পরিচালক আবদুর রাজ্জাক ও বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মোহাম্মদ কামরুজ্জামান নাগিরিক নিউজ কে জানান, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনই বলা সম্ভব না। বিষয়টি তদন্তের পর বলা যাবে।