আলহামদুলিল্লাহ, ধর্মীয় ভাবগম্ভীয্যের মধ্য দিয়ে রাউজান উত্তর সর্তা সমিতি (রাউস) চট্টগ্রাম এর উদ্যোগে প্রতি বৎসরের ন্যায় এ বৎসরও পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ)-২৩ গত ১ অক্টোবর ২০২৩ ইং তারিখে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ,কে এম এহছানুল হায়দার চৌধুরী বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ এর সাবেক রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান জনাব নূ.ক.ম আকবর হোসাইন। সমিতির সভাপতি ডাঃ মুহাম্মদ আবু জাফর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাফ্ফর আলী চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি বলেন “হযরত মুহাম্মদ (সঃ) এর চরিত্র ও ইসলাম প্রচারে নিজের জীবনে অনেক নির্যাতন সহ্য করেও তিনি ইসলাম প্রচারে ছিলেন এক ও অদ্বিতীয় । তিনি ইসলাম ধর্মের সত্যবাণী সহজ সরল পথে সবাইকে অবিচল থাকার আহবাহ জানান। এছাড়া সমিতির কর্মকর্তাগণের উপস্থিতিতে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুস্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা ইউসুফ উদ্দিন আল কাদেরী দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মার শান্তির কল্যাণে ও প্রবাসী ভাইদের জন্য এবং সমিতির অসুস্থ কর্মকর্তাদেরও সুস্থতায় বিশেষ দোয়া করা হয়। পরিশেষে উপস্থিত আগত অতিথিদের মাঝে তবারুক বিতরণ করা হয়।