ঝাড়ু-বেলচা হাতে নিয়ে আবর্জনা পরিষ্কার করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি- এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। রোববার (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে ‘স্বচ্ছ ভারত’ অভিযান, যার নেতৃত্ব দিচ্ছেন মোদি। মূলত, এ জন্যই ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে নামেন তিনি।
গান্ধী জয়ন্তী সামনে রেখে রোববার থেকে ‘স্বচ্ছ ভারত’ অভিযান শুরু করেছে ভারত সরকার। এদিন দেশজুড়ে ঘণ্টাব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন হাজার হাজার ভারতীয়। যার নেতৃত্ব দিতে নিজেই মাঠে নামেন নরেন্দ্র মোদি।
এদিন, স্বচ্ছতার পাশাপাশি সুস্থতার প্রচারেও শামিল হন ভারতের প্রধানমন্ত্রী।
অঙ্কিত বাইয়ানপুরিয়া নামে একজন ‘ফিটনেস ইনফ্লুয়েন্সার’কে সঙ্গে নিয়ে একটি এলাকায় আবর্জনা পরিষ্কার করেন মোদি। এর ভিডিও নিজেই সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করেছেন তিনি।