একটি শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ
জানাজার সময়সূচি.
হারবাং কালাসিকদার পাড়া ও চট্টগ্রামের রহমতগঞ্জ নিবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী আফজালুর রহমান (শওকত মিয়া) আজ বেলা ১২টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তিনি হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম বজলুর রহমানের বড় পুত্র এবং মরহুম ডা: কর্নেল এম এম রহমান ও মরহুম Captain adv ফজলুল করিমের ভাতিজা।
তিনি বহু স্কুলের প্রতিষ্ঠাতা।
আজ আছরের নামাজের পর চট্টগ্রামের কদম মোবারক জামে মসজিদে মরহুমের ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
আগামীকাল জুহুরের নামাজের পর হারবাং হাই স্কুলের মাঠে ২য় জানাজা অনুষ্ঠিতহবে।
উক্ত জানাজায় ধর্মপ্রান মুসলমান উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করুন।