1. admin@nagoriknewsbd.com : admin :
  2. admin@hasibitsolution.com : Hasib :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  4. user@nagoriknewsbd.com : user :
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ন

অবশেষে ঢাকায় আটক পতেঙ্গার ইয়াবা ইসমাইল

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক-চট্টগ্রাম:চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন চরবর্তী এলাকার বাসিন্দা আবুল হাসেম এর পুত্র ইসমাইল হোসেন (৩৫)প্রকাশ বাবা ইসমাইল ঢাকার দক্ষিনখান থানাধীন ফায়দাবাদ গোয়ালটেকস্থ আরফা স্কুলের সামনে হতে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ই জুলাই ১২০ পিচ ইয়াবাসহ ( মাদক) আটক করে দক্ষিনখান থানা পুলিশ।

থানা পুলিশের সূত্র মতে জানা যায় ,আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে  স্বীকার করে সে একজন প্রকৃত মাদক ব্যবসায়ী। চট্টগ্রামের পতেঙ্গা থেকে বেশ কিছু মাদকের চালান নিয়ে প্রতিনিয়ত ঢাকায় আসা যাওয়া করতো ।দীর্ঘদিন যাবত কক্সবাজার টেকনাফ থেকে পতেঙ্গা এবং পতেঙ্গা থেকে ঢাকার বিভিন্ন স্থানে মাদকের চালান বহক করে। পুলিশ তার সাথে জড়িত মাদককারবারিদের আটকের চেষ্টা চলছে। তাকে জিজ্ঞাসাবাদের আরে তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছেন। দীর্ঘদিন যাবত সে এই কাজ করে আসছে আমরা জানতে পেরেছি ।

ঢাকার দক্ষিণখান থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব হোসেন নাগরিক নিউজকে  বলেন, গ্রেপ্তারকৃত ইসমাইলের বিরুদ্ধে ঢাকা চট্টগ্রামের বিভিন্ন থানায় মাদক  মাদক মামলা শোঃ একাদিক মামলা রয়েছে। আমরা  তাকে আটকের পর   ২৫ /২৩১ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন  ২০১৮ এর ৩৬( ১) সারনিক ১০ ( ক) মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD